শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কেন্দুয়া, পৌর ও কলেজ ছাত্রদলের সাথে নেত্রকোণা জেলা ছাত্রদলের মতবিনিময় সভা
প্রকাশ কাল | শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
নেত্রকোণা জেলা ছাত্রদল, কেন্দুয়া উপজেলা, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল, বিএনপি, রফিকুল ইসলাম হিলালী, অনীক মাহবুব চৌধুরী, শামসুল হুদা শামীম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন—

  • দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা সম্পন্ন) প্রান্ত পাঠান
  • উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম
  • উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইসলাম
  • পৌর ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম
  • পৌর ছাত্রদলের সদস্য সচিব তনময় আহম্মেদ
  • কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী

সভায় ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড, আগামীর রাজনৈতিক কর্মসূচি ও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

এই পাতার আরো খবর
Our Like Page