শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
প্রকাশ কাল | শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
বিভাগীয় কমিশনার, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি নিয়োগ, বাংলাদেশ প্রশাসন
ফাইল ছবি । সংগৃহীত

দেশের চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কমিশনার পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম

প্রজ্ঞাপনে বলা হয়—

  • ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোকতার হোসেনকে খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
  • পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহীর বিভাগীয় কমিশনার করা হয়েছে।
  • কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমানকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
  • আর বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার

সরকারের এই পদায়নে প্রশাসনে নতুন রদবদল এসেছে, যা বিভাগীয় পর্যায়ের কার্যক্রমে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

এই পাতার আরো খবর
Our Like Page