নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার এন আকন্দ কামিল মাদরাসায় জেলা ছাত্রদলের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর মাদরাসা হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করার উদ্দেশ্যে মাদরাসার পরিচালক, সহকারী পরিচালক, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি মাদরাসা ছাত্রদলের সভাপতি মুজাহিদুর হক তাকির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সামসুল হুদা শামীম, মাদরাসার প্রিন্সিপাল আব্দুল বাতেন এবং ভাইস প্রিন্সিপাল আব্দুরমতিন।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
তারই সাথে মাদরাসার প্রিন্সিপাল আব্দুল বাতেন এবং ভাইস প্রিন্সিপাল আব্দুরমতিনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়, যারা অনুষ্ঠান সফলভাবে পরিচালনা করেছেন এবং শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক সুন্দর মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো।



