কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের মূল দাবিগুলো ছিল—
- জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
- জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার
- বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার
- বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা
মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্বরনী চত্বরে সমাপ্ত হয়। এই সময় অংশগ্রহণকারীরা ‘যদি না হয় পিআর-আসবে ফিরে স্বৈরাচার’ সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।
মিছিলের পরে জেলা সেক্রেটারি এ.আর.এম. ফরিদুল আলম এর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এনামুল হক বেলাল। এছাড়া বক্তব্য রাখেন—
- জেলা সহ-সভাপতি মাও নেজামুর রহমান সোলাইমানী
- মাও আব্দুল খালেক নিজামী
- জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক
- আইএবি জেলা প্রশিক্ষণ সম্পাদক মাও আবু নাছের
- আমেলা সদস্য মাও জাহিদুর রহমান
- সংগঠনিক বিভাগীয় উপ-কমিটির সদস্য মাও আমানুল হক আমান
- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাও নুরুল ইসলাম আজিজী
বক্তারা জোর দিয়ে বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এছাড়া তারা বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইসলামী আন্দোলন কক্সবাজার জেলার আওতাধীন অন্যান্য উপজেলায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


