শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
যারা রাসুল ( সা.) কে মানে না তারা মুসলিম নয়: BNP’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
প্রকাশ কাল | শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
সালাহউদ্দিন আহমেদ, রাসুল বিশ্বাস, খতমে নবুওয়ত, কাদিয়ানি, মুসলিম, আন্তর্জাতিক সম্মেলন, বাংলাদেশ, ইসলামী আকিদা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা আল্লাহর রাসুলকে মানে না, তারা মুসলিম হতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুওয়ত পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি—লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।”

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহর ওপর বিশ্বাস করেই মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে সম্মান জানানো হচ্ছে। তিনি আল্লামা ইকবালের ভাষা উদ্ধৃত করে বলেন, “যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।”

সম্মেলনটি কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা এতে উপস্থিত ছিলেন।

মহাসমেলনে বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান।

এই পাতার আরো খবর
Our Like Page