নিজস্ব প্রতিবেদক । Qtv Bangala
যশোরে এক আলোচনাসভায় বক্তৃতা দিতে গিয়ে দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ভারতের স্বার্থে কাজ করে কেউ আর ক্ষমতায় যেতে বা টিকে থাকতে পারবে না। তিনি বলেন, ভারতের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এবং যারা ভারতের দালালি করবে, তাদের প্রতিহত করতে হবে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাচ্যসংঘ যশোর।
সভায় তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, শুধু সরকার নয়, অনেক রাজনৈতিক দলও নির্বাচনে কারচুপি করে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এবং বাইরের শক্তির প্রভাব কমে যাবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের তরুণরা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। এদের কেউ উপেক্ষা করতে পারবে না। সাংস্কৃতিক লড়াইয়ে জয়ী না হলে রাজনৈতিক বিজয়ও সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বাঙালি মুসলমানের ইতিহাস-ঐতিহ্য চর্চার মাধ্যমে সাংস্কৃতিক আধিপত্য মোকাবিলা করতে হবে।
শেখ হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে এমন শাসন আর ফিরে আসবে না। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, কোনো ভারতীয় দালালকে যেন ভোট দিয়ে সংসদে পাঠানো না হয়।
তার মতে, ১৮ কোটির বাংলাদেশে ভবিষ্যতে দিল্লির আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না।


