ডেস্ক রিপোর্ট । জাতীয় সংবাদ । Qtv bangla
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম নৌকায় ছিলেন ২৬ বাংলাদেশি। এদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় ৬৯ অভিবাসী ছিলেন, যাদের মধ্যে দুজন মিশরীয় এবং কয়েকজন সুদানী নাগরিক। ওই নৌকায় আট শিশুও ছিল, তবে তাদের অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুটি নৌকাডুবি ঘটেছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে, আল-খুমস উপকূলে। রেড ক্রিসেন্ট জানায়, কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, লিবিয়ার উপকূলের উত্তর-উত্তর-পশ্চিমে আল বুরি তেলক্ষেত্রের কাছে একটি নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নৌকায় থাকা সবার মৃত্যু ঘটেছে।
গত অক্টোবরের মাঝামাঝিতে ত্রিপোলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, সেপ্টেম্বরে ৭৫ জন সুদানী শরণার্থী বহনকারী একটি জাহাজে আগুন লেগে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়।
লিবিয়ার উপকূলবর্তী এই নৌকাডুবি ঘটনাগুলো অভিবাসীদের জন্য ক্রমবর্ধমান ঝুঁকি নির্দেশ করছে। আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ এই দুর্ঘটনার তদন্ত ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।


