শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরে ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান
প্রকাশ কাল | সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, হস্তান্তর, বাংলাদেশ-ভারত সম্পর্ক, পররাষ্ট্র মন্ত্রণালয়, মানবতাবিরোধী অপরাধ, প্রত্যর্পণ চুক্তি
ফাইল ছবি । সংগৃহীত

ডেস্ক রিপোর্ট। জাতীয় । Qtv Bangla

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশে দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজকের ঘোষিত রায়ে পলাতক দুই আসামি জুলাই হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া বন্ধুত্বপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হবে না। বরং এটি হবে ন্যায়বিচারের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধীদের হস্তান্তর করা ভারতের দায়িত্ব। এ কারণে ভারত যেন অনতিবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে—এ আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিকভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। তাই এ ধরনের অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে নিরাপদ আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

এই পাতার আরো খবর
Our Like Page