ডেস্ক রিপোর্ট । রাজধানী । Qtv Bangla
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর সেকশন–১২ এলাকার একটি দোকানে ঢুকে মুখোশধারী তিন ব্যক্তি তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়—একটি দোকানে বসে থাকা কিবরিয়ার ওপর মোটরসাইকেলে আসা তিনজন হেলমেটধারী ব্যক্তি খুব কাছ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মাথা, বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার পর পালানোর সময় স্থানীয়রা একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
এদিকে এ ঘটনার সময় দুর্বৃত্তদের ব্যবহৃত অটোরিকশা দ্রুত না চালানোয় চালক আরিফকেও গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পথচারী পিয়ারুল ইসলাম আহত আরিফকে হাসপাতালে নিয়ে যান। আরিফ জানিয়েছেন, দুই হেলমেটধারী ব্যক্তি তার রিকশায় উঠে দ্রুত চালানোর নির্দেশ দেয়; ব্যাটারির চার্জ কম থাকায় দ্রুত যেতে না পারায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ বলছে—ঘটনাটি রাজনৈতিক দ্বন্দ্ব, দলীয় কোন্দল নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটেছে—সবদিকেই তদন্ত চলছে। এখনও কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবারকে মামলা করতে যোগাযোগ করা হচ্ছে।
পল্লবী থানার ওসি মফিজুর রহমান বলেন, “জনগণের সহায়তায় একজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”
এদিকে কিবরিয়ার হত্যার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা পল্লবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা দ্রুত তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


