নিজস্ব প্রতিবেদক । আন্তর্জাতিক । Qtv Bangla
বিশ্বব্যাপী বহু জনপ্রিয় ওয়েবসাইট একযোগে অচল হয়ে পড়েছে ক্লাউডফ্লেয়ারের সিস্টেম ডাউন হয়ে যাওয়ার কারণে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ব্যবহারকারীরা এক্স, লেটারবক্সডসহ অসংখ্য আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে “Cloudflare Error” বা “Internal Server Error” বার্তা দেখতে পান। একই সময়ে বাংলাদেশেরও বহু সংবাদমাধ্যম ও প্রযুক্তিনির্ভর ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়।
ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত ত্রুটি বার্তায় বলা হয়—“ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর চেষ্টা করুন।” সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফোরামে মুহূর্তেই বেড়ে যায় এ সংক্রান্ত অভিযোগ।
ঢাকায় একটি গণমাধ্যমে কর্মরত রফিক মুয়াজ্জিন বলেন, “হঠাৎ দেখি সাইটে ঢোকা যাচ্ছে না। কিছুক্ষণ পর আবার ঠিক হয়। আবার কয়েক মিনিট পর ডাউন হয়ে যায়। মনে হচ্ছে সার্বিক নেটওয়ার্কে বড় সমস্যা হয়েছে।”
ক্লাউডফ্লেয়ার এক বিবৃতিতে জানায়—তারা ইতোমধ্যে সমস্যা শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, “আমরা এমন একটি সমস্যার বিষয়ে অবগত, যা বহু গ্রাহকের সেবা ব্যাহত করতে পারে। তদন্ত চলছে এবং তথ্য পেলেই জানানো হবে।”
ক্লাউডফ্লেয়ার মূলত বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো হিসেবে কাজ করে। সাইবার হামলা প্রতিরোধ, উচ্চমাত্রার ট্রাফিক ম্যানেজমেন্ট, কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) সেবা, ওয়েবসাইট সিকিউরিটি এবং লোড ব্যালেন্সিং—এসব গুরুত্বপূর্ণ সেবা তাদের মাধ্যমে পরিচালিত হয়। ফলে তাদের নেটওয়ার্কে যেকোনো ছোট্ট ত্রুটিই বিশ্বজুড়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিভ্রাটের কারণে ওয়েবসাইট ডাউন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম DownDetector-ও সাময়িকভাবে অচল হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সাইটটি আবার সক্রিয় হলে দেখা যায়—গুগল, সোশ্যাল প্ল্যাটফর্ম, স্ট্রিমিং সেবা, সংবাদমাধ্যম, গেমিং সার্ভারসহ বিশ্বের বিভিন্ন খাতে ওয়েবসাইটের বিপুল সংখ্যক বিভ্রাট রিপোর্ট হঠাৎ বাড়তে শুরু করেছে।
তবে ঠিক কতটি ওয়েবসাইট এই বৈশ্বিক বিপর্যয়ের শিকার হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে “অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি” বা routing fail হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরুদ্ধারের কাজ করছে এবং দ্রুত সেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।
বিশ্বব্যাপী ব্যবহারকারীরা আশা করছেন—এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ত্রুটি খুব দ্রুতই সমাধান হবে, কারণ ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল লাখো ওয়েবসাইট ও অনলাইন সেবা বর্তমানে বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে।


