শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
জামায়াতের প্রার্থী তালিকায় বড় চমক, আলোচনায় নতুন মুখ
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
জামায়াত প্রার্থী তালিকা, জাতীয় নির্বাচন, ইসলামপন্থি জোট, আজহারি মনোনয়ন, ছাত্রনেতা মনোনয়ন, অমুসলিম প্রার্থী, রাজনৈতিক খবর
ছবি: সংগৃহীত

প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলমান রাজনৈতিক আন্দোলন, শরিক দলগুলোর প্রত্যাশা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ভোটারদের কাছে নতুন বার্তা পৌঁছে দিতে প্রার্থী তালিকার চূড়ান্ত পর্যায়ে এসে বড় চমক আনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে জামায়াতের নির্বাচনি টিম নতুন তালিকা চূড়ান্ত করার কাজে ব্যস্ত, যেখানে যুক্ত হতে পারেন কয়েকজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তি।

চলতি বছরের শুরুতেই ৩০০ আসনের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে রাজনৈতিক অঙ্গনে নজর কাড়ে জামায়াত। প্রার্থীরা মাঠে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় ভোটারদের কাছে তারা পরিচিত মুখ হয়ে উঠেছেন। এদিকে জুলাই সনদের ভিত্তিতে গণভোট, পিআর পদ্ধতির ভোট, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ৭টি সমমনা দলকে নিয়ে যুগপৎ আন্দোলনও চালিয়ে যাচ্ছে দলটি।

৮ দলীয় জোটের শরিকদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়ে দিতে পারে জামায়াত। জোটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়—গত সপ্তাহ ধরে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা চলছে। যদিও কতটি আসন ছাড়বে সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট কিছু জানায়নি। সূত্র বলছে, আসন নয়, বরং যার জয়ের সম্ভাবনা বেশি—শরিক দলের হলেও তাকে মনোনয়ন দেওয়া হবে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের যুগান্তরকে বলেন, “৮ দলের শরিকরা এখন আর আসন ভাগাভাগির হিসাব করছে না। সবার লক্ষ্য ইসলামপন্থিদের বিজয় নিশ্চিত করা। যার জয়ের সম্ভাবনা আছে তাকেই মনোনয়ন দেওয়া হবে।”

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, জামায়াতের পূর্বঘোষিত প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আসছে। শরিকদের জন্য আসন রেখে দেওয়া ছাড়াও যুক্ত করা হতে পারে কয়েকজন সাবেক উপাচার্যকে (ভিসি)। অন্তত চারজন সাবেক ভিসির নাম আলোচনায় রয়েছে।

এ ছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত তিনজন ভিপি, দুইজন জিএস এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির কয়েকজন ছাত্রনেতারও মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী এক উপদেষ্টাসহ আরও কয়েকজন আন্দোলনকারী নেতার জন্যও আসন ছাড়ার চিন্তা করছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত নাম হলো জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারি। তাকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে মনোনয়ন দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে। জামায়াত সূত্র সরাসরি বিষয়টি অস্বীকার না করে জানিয়েছে—জনপ্রিয় আলেম ও প্রভাবশালী স্কলারেরা সংসদে থাকলে ইসলামপন্থিদের প্রতিনিধিত্ব শক্তিশালী হবে। কুষ্টিয়ার একটি আসনে আরেক আলোচিত ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন ইতোমধ্যে চূড়ান্ত বলে জানা গেছে।

জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মন্দির পাহারা, পূজার নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমালের সুরক্ষায় দলটির ভূমিকা ইতিবাচক সাড়া ফেলেছে। তাই অমুসলিম সম্প্রদায় থেকে অন্তত একজন উপজাতিসহ একাধিক প্রার্থী মনোনয়ন পেতে পারেন।

জামায়াতের আগের তালিকায় কোনো নারী প্রার্থী না থাকলেও নতুন তালিকায় উচ্চশিক্ষিত এবং পরিচিত কয়েকজন নারীকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে জামায়াতের এই সম্ভাব্য পরিবর্তন।

এই পাতার আরো খবর
Our Like Page