চীনা স্মার্টফোনে শুল্ক ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের

চীনের তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যে কোনো শুল্ক ছাড় দেয়া হবে না। এগুলোর ওপর নতুন শুল্কারোপ করা হবে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো পণ্যে শুল্ক ছাড় দেয়ার ঘোষণার তিনদিন পর সোমবার (১৩ এপ্রিল) চীনের এসব পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত প্রায় দুই সপ্তাহ ধরে একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ চীন থেকে আমদানি করা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে শনিবার (১২ এপ্রিল) মার্কিন প্রশাসন জানায়, এই নতুন শুল্ক কার্যকর হবে না স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রনিক পণ্যে।
এই পাতার আরো খবর