রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল; অর্ধেকই ভারতীয়
প্রকাশ কাল | শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন

সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। 

আমেরিকান ইমিগ্রেশন লইয়ারর্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ৩২৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিলের তথ্য তাদের কাছে এসেছে। যার মধ্যে ৫০ শতাংশই ভারতীয়।

এছাড়া ৩২৭ জন শিক্ষার্থীদের মধ্যে ১৪ শতাংশ চীনের। তালিকায় আরও রয়েছে- দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশের শিক্ষার্থীরা।

গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের কাজ করছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ (আইস)। অভিযোগ উঠেছে ভিসা বাতিলে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। ফলে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থেকেও অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল হচ্ছে।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাকরো রুবিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিলে ‘ক্যাচ অ্যান্ড রিভোক’ প্রোগ্রাম ঘোষণা করেন। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল যাচাই করা হচ্ছে। এতে ইহুদি বিদ্বেষ অথবা হামাসের সমর্থনে কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই পাতার আরো খবর
Our Like Page