
সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কংগ্রেস মোদি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরকার যে পদক্ষেপই নেবে, তাতে কংগ্রেসের পূর্ণ সমর্থন থাকবে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপিবিরোধী ভারতীয় রাজনৈতিক দলগুলোর জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিভ ইনক্লুসিভ অ্যালায়েন্স’— ‘ইন্ডিয়া’র সব সদস্য। এছাড়াও এই জোটের বাইরে থাকা দলগুলোও বৈঠকে যোগ দেয়।
বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক।’
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ২৬ পর্যটককে গুলি করে হত্যা করে।