২০ কোটি ডলারের ৭ মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা!

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ছয় সপ্তাহে প্রায় ২০ কোটি ডলার মূল্যের ৭টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা এই কৃতিত্ব ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারাও গত এক সপ্তাহে তিনটি ড্রোন হারানোর কথা স্বীকার করেছেন।
হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই ড্রোনগুলো ভূপাতিত করেছে।
উল্লেখ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুতিদের বিভিন্ন ঘাঁটিতে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। হুতিরা বলছে, গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা এই হামলা চালাচ্ছে।
এই পাতার আরো খবর