“মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও ৫৩ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত বছরের (২০২৩) অক্টোবর মাস থেকে ইসরায়েলের নির্বিচারে হামলায় গাজা বিপর্যস্ত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল পুনরায় হামলা শুরু করে। এরপর থেকে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এই পাতার আরো খবর