
ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা করেছেন। তিনি আগামী ১৫ জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে তাকে বরখাস্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু দেশটির সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দেন। এরপর থেকেই নেতানিয়াহুর সঙ্গে তার উত্তেজনা চলছিল।
পদত্যাগের কারণ হিসেবে রোনেন বার গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ওই হামলার পূর্বাভাস দিতে তার সংস্থা ব্যর্থ হয়েছে এবং এর দায় তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন।
সোমবার শিন বেতের নিহত কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিয়েছি। বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক এই বিশেষ সন্ধ্যায় আমি সেই দায়িত্ব পালনের ঘোষণা দিচ্ছি এবং শিন বেতের প্রধান হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
তবে, রোনেন বার ১৫ জুন পর্যন্ত তার পদে বহাল থাকবেন, যাতে একজন স্থায়ী উত্তরসূরি নিয়োগ এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
তার এই পদত্যাগের ঘোষণাকে ইসরায়েলের বিরোধী দল স্বাগত জানিয়েছে। তবে, নেতানিয়াহুর মিত্ররা এর সমালোচনা করেছেন।