বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের জনগণের সেবক ও আস্থা-বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় তার সহ-ধর্মিনী ডা. জোবাইদা রহমান, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিপদ-আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে বিএনপির আগামী রাজনীতির লক্ষ্য ও পরিকল্পনা।
তিনি স্বাস্থ্যসেবা প্রসঙ্গে বলেন, জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এবং ভালো চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সচেতনতা ও হেলথ কেয়ার গুরুত্বের সঙ্গে সংযুক্ত।
ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ সরবরাহ করা হয়। দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে অংশ নেন এবং এতে প্রায় সাত হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শদ মিল্টন। এছাড়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


